![দুপচাঁচিয়ায় বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/pro-1_129106.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ০৭ মার্চ, এবিনিউজ : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা আজ বুধবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল মজিদ, সুজ্জাত আলী, আব্দুল করিম সরকার, আব্দুল মালেক সরকার, আব্দুল মানিক খান, আজিজার রহমান খন্দকার, উপজেলা আ’লীগের সহ সভাপতি আমিনুর রহমান, আবু জাহেদ, সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসিন আলী, এনামুল হক রানা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.সরওয়ার খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুস সামাদ প্রামানিক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলার প্রায় ১৫০শ জন মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/রাজ্জাক