বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুপচাঁচিয়ায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া), ০৭ মার্চ, এবিনিউজ : দুপচাঁচিয়া থানা পুলিশের এস.আই জাকির হোসেন, আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ সাবিনা ইয়াসমিন মুক্তা (৩১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মুক্তা দুপচাঁচিয়া পৌর এলাকার জয়পুর পাড়ার আব্দুল মান্নান এর স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুক্তার ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা ২২ বোতল ফেন্সিডেল উদ্ধার করা হয়। সেই সঙ্গে মুক্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মুক্তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে মুক্তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত