শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বাউফলে চীফ হুইপের সভাস্থলে রামদাসহ যুবক গ্রেফতার

বাউফলে চীফ হুইপের সভাস্থলে রামদাসহ যুবক গ্রেফতার

বাউফলে চীফ হুইপের সভাস্থলে রামদাসহ যুবক গ্রেফতার

বাউফল (পটুয়াখালী), ০৭ মার্চ, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপির সভাস্থল থেকে ধারালো রাম দাসহ আবুল বসার রনি ৯৩০) নামে এক যুবকে হাতে নাতে গ্রেফতার করেছে কর্তব্যরত পুলিশ।

আজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় বাউফল উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক শিক্ষা কমিটির সভা হচ্ছিল।সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ.এমপি। উপজেলা নির্বাহী অফিসারমোহাম্মদ আব্দুল্লাহ াার মাহামুদ জামান সহ শিক্ষা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

জানা যায় যে, সভা চলাকলিন সময় ধৃত যুবক রনি চীফ হুইপের সাথে কথা আছে বলে পুলিশকে বলে হল রমের ভিতরে ঢুকতে চাইলে পুলিশ তাতে বাধা দিলে জোর করে ঢুকতে চাইলে হাত ধরে বাহিরে আনলে জামার নীচে রামদা দেখতে পেয়ে হাতে,নাতে ধরে বাউফল থানায় সর্পদ করে।

এব্যাপারে থানার ওসি সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে জিজ্ঞাবাদ করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ধৃত আবুল বসার রনি (৩০) পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ওর্য়াকশপের মালিক জাহাঙ্গীর এর ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাউফলে থমথম বিরাজ করছে । বিকালে উপজেলা আওয়ামী লীগ পৌর শহরে ভিক্ষক মিছিল বের করে।

এবিএন/দেলোয়ার হোসাইন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত