![লালমনিরহাট ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/07/lalmonirhat-07.03.18-news-2_129120.jpg)
লালমনিরহাট, ০৭ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে তমিজ উদ্দিন হাফেজ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় ওই উপজেলার রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠার সময় নিচে পড়ে কাটা যায় তমিজ উদিন। সে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের টকরা শেখের পুত্র বলে জানা গেছে।
পাটগ্রাম থানার ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, সন্ধ্যার আগে পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে হাতীবান্ধা যাওয়ার জন্য লালমনিরহাটগামী একটি চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন তমিজ উদ্দিন। এ সময় ট্রেনের নিচে পড়ে কাটা গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তমিজ উদ্দিন হাফেজ হাতীবান্ধা মুক্তিযোদ্ধা বাজারে মুদির দোকান করতেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/রাজ্জাক