শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

গাজীপুর, ০৮ মার্চ, এবিনিউজ : গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় মোশারফ নিট কম্পোজিট লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জয়দেবপুর, টঙ্গী, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের ৭টি ইউনিট চেষ্টা করছে।

তিনি বলেন, তুলার গুদামে তুলা, যন্ত্রপাতি ও বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত