![বিরলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/birol-womens-day_129165.jpg)
বিরল (দিনাজপুর) , ০৮ মার্চ, এবিনিউজ : “সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম রওশন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনম বজলুর রশীদ কালু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুণা পারভীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লায়লা আরজুমান্দ বানু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিবুন নাহার, মৎস্য কর্মকর্তা পুরবী রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা নাছরিন জাহান প্রমুখ।
এদিকে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবসে সহযোগীতা করেন, বিরল এডিপি-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পল্লী শ্রী, ইউরোপিও ইউনিয়ন, উদ্যোগ, সিডিএ, আরডিআরএস, দীপশিখা ও স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন।
এবিএন/সুবল রায়/জসিম/নির্ঝর