![সদরপুরে নারী দিবসে নারী উন্নয়ন মেলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/foridpur_abnews24 copy_129168.jpg)
সদরপুর (ফরিদপুর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : “সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” শ্লোগানে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী,আলোচনাসভা ও নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশাসন চত্ত্বরে নারীদের অংশগ্রহণে র্যালী ও আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
আরো উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, মহিলা অধিদপ্তর বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না, প্রকৌশলী কর্মকর্তা সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু এহসান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আ. মালেক মিয়া প্রমুখ।
এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি