![সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/rally_abnews_129169.jpg)
সাপাহার (নওগাঁ), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : “সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এর নের্তৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী।
বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, মহিলা বিষয়ক অফিসার সুলতান মাহমুদ প্রমুখ।
এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা চত্ত্বরে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন।
এবিএন/নয়ন বাবু/জসিম/এমসি