![লক্ষ্মীপুরে জাহাজের মাস্তুলের সন্ধান!](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/mastul_abnews_129170.jpg)
লক্ষ্মীপুর, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরের রামগতিতে পুকুর খনন করতে গিয়ে জাহাজের মাস্তুলের সন্ধান মিলেছে। সে মাস্তুল দেখার জন্য প্রতিদিন হাজারো মানুষ ভীড় করছে। গত মঙ্গলবার উপজেলার চর আফজল গ্রামের চৌমুহনী বাজার সংলগ্ন স্থানীয় এলাকাবাসি হেলাল উদ্দিনের নতুন বাড়ীর পুকুর খননকালে এ ঘটনা ঘটে।
ওই পুকুরের মালিক হেলাল উদ্দিন বলেন, নতুন বাড়ীর পুকুর খনন করতে গিয়ে লোহার পাইপ সাদৃশ্য বস্তু দেখা যায়। মূহুর্তের মধ্যে খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভীড় জমায়। স্থানীয় লোকজনের কৌতুহলের শেষ নেই, কেউ বলছে নদী থাকাকালীন ডুবে যাওয়া জাহাজের মাস্তুল হতে পারে।
রামগতি নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আবদুল মতিন জানান, এটি জাহাজ বা বয়ার মোটা পাইপের অংশ বিশেষ হতে পারে।
এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী বলেন, এটা যাই হোক সরজমিনে গিয়ে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি