![লক্ষ্মীপুরে নারী দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/woman_abnews_129171.jpg)
লক্ষ্মীপুর, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : “সময় এখন নারীর, উন্নয়নে তারা - বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্ম জীবন ধারা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুরে জাতীয় নারী দিবস উপলক্ষে রালী, আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনজুরুল ইসলাম, ইকবাল হোসেন, জেলা অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা জোবায়দা খানম, জেলা মহিলা সংস্থার সভানেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, নারী নেত্রী মমতাজ বেগম, আয়েশা বেগম, শিমু আক্তার, মায়া বেগমসহ বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা কালেক্টর প্রাঙ্গণে সফল নারীদের হাতে তৈরী করা নকশী শাড়ী, নকশী কাঁথা, ব্যাগ, থ্রি পিস,সহ নানা কারচুপিরকাজ নিয়ে স্টল সাজানো হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের হাতের কাজ দেখে ভূয়সী প্রশংসা করেন।
এবিএন/আবীর আকাশ/জসিম/এমসি