বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফরিদপুর, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আজ বৃহস্পতিবার নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের জসীমউদ্দীন হলে শেষ হয়।

পরে সেখানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাশউদা হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. নুর হোসেন ভূঞাঁ, রুশেমা ইমাম,আইভি মাসুদ, ঝর্ণা হাসান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে।এর ফলে নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে দেশ এক ধাপ এগিয়ে গেছে।

তারা আরো বলেন, সব ধরণের বৈষম্য নিরসনে সকলকে একযোগে কাজ করতে হবে। পরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

এছাড়া নারী দিবস উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত