শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দিনাজপুরে আর্ন্তজাতিক নারী দিবস

দিনাজপুরে আর্ন্তজাতিক নারী দিবস

দিনাজপুর, ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : “সময় এখন নারীর , উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে আজ যথাযোগ্য ভাবে পালিত পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস।

দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে লোকভবনে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক ইমতিয়াজ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলম।

মানববন্ধন শেষে দিনাজপুর লোকভবনে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, নারীর ভূমিকা সমাজ-সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল। মানুষ হিসেবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবীতে সুদীর্ঘ কাল থেকে যে আন্দোলন চালিয়ে আসছে তারই সম্মান স্বরূপ পালিত হয় নারী দিবস।

বক্তারা আরো বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীর অগ্রগতি হলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অঙ্গীকার হউক কোন নারী যেন কোন ভাবেই নির্যাতিত না হয়।

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুর জেলা আইনীজীবী সমিতি কার্যালয়ের সম্মুখে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ) দিনাজপুরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- এইচআরডিএফ দিনাজপুরের সহ-সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাডঃ ইন্দ্রোজিৎ রায় অনিক, এ্যাডঃ হেলাল হোসেন, এ্রাডঃ ছন্দা রানী দাস, এ্যাডঃ সাহিমা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের বিভিন্ন অবস্থান থেকে আমরা নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতন নারী নিজেরাও নারীর প্রতি সহিংসতা ও নিরাপত্তা বিষয়ের্ দায়িত্ব পালন করতে পারেন। মনে রাখতে হবে তাদের মানবাধিকার রক্ষার ব্যাপারে তাদেরকেই সচেতন হতে হবে।

আর্ন্তজাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, পল্লশ্রী ও পামডো’র বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে দিনাজপুর শহরের বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিণ করে। দিনাজপুরে আর্ন্তজাতিক নারী দিবসএবারর প্রতিপাদ্য বিষয় “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবীরা” এই গানকে সামনে রেখে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সু-নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় বর্ণাঢ্য র‌্যালীটি পল্লীশ্রী’র পিসি মাইনুল হক বাপ্পি’র নেতৃত্বে বের হয়ে স্থানীয় লোকভবনে নারী উন্নয়ন মেলায় গিয়ে সমাপ্ত হয়।

সেখানে তারা স্টল উদ্বোধনের মাধ্যমে হত দরিদ্র জনগোষ্ঠীতে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ করে। কর্মসূচিতে এসসিডিএস মাজেদুর রহমান, সিডিএস জনি, পারভিন, বিলকিস, নিশি, সুমা, মনিরা অংশগ্রহণ করে।

এবিএন/শাহ্ আলম শাহী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত