![বীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/rally_abnews_129179.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবসে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালীতে অংশগ্রহণ করেন- নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বিরোদা রানী রায়, উপজেলা প্রকৌশলী মোঃ হাসান ফিরোজ, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হাই সরকার।
আরো অংশগ্রহণ করে- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অসীম কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরোয়ার মুর্শিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালীতে অংশগ্রহণ করেন।
এবিএন/আফজাল হোসেন/জসিম/এমসি