শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেলদুয়ার (টাঙ্গাইল), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ‘সময় এখন নারীর, উন্নয়নে তারা' বদলে যাচ্ছে গ্রাম-শহর কর্ম জীবন ধারা’ এই শ্লোগানকে সামনে রেখে দেলদুয়ার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ, ভূমি কর্মকর্তা আকতারুননেছা, আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বাবলু প্রমুখ।

এবিএন/মোজাম্মেল হক মামুন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত