শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাউফল (পটুয়াখালী), ০৮ মার্চ, এবিনিউজ : “ সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা” এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আরবান ও আরডিএস, ওপাল রিসোর্সের সহযোগিতায় পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান সভাপতিত্বে জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ, এমপি প্রধান অতিথিতে উপজেলা পরিষদ চত্বরে দিবসটির উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, ওসি মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউকসহ প্রমুখ।

এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত