![ফুলবাড়ীয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/sova_abnews_129183.jpg)
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ফুলবাড়ীয়া থেকে বার বার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মোসলেম উদ্দিন এ্যাডভোকেট বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা দ্রুত বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই কন্যা বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন/২০১৮, শিক্ষামেলা, কৃতি-শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রধান শিক্ষকদের মাঝে কর্পোরেট মোবাইল সিম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে শিক্ষর্থীদের উপবৃত্তির ব্যবস্থা করে তিনি উপবৃত্তির টাকা মোবাইল একাউন্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মায়ের হাতে পৌঁছে দিচ্ছেন। মায়েরা যাতে ছেলে-মেয়েদেরকে সুন্দর পোষাক-পরিচ্ছদ ও শিক্ষা উপকরণের ব্যবস্থা করে তাদের সন্তানদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে পারেন। এ কাজটি একমাত্র মায়েরাই করতে পারেন।
উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে তিনি মায়েদের উদ্দ্যেশ্যে আরও বলেন, মায়েরা যেন নিজ হাতে রান্না করে তার সন্তানকে টিফিন বক্্ের খাবারসহ স্কুল ড্রেস পরিধানপূর্বক নিয়মিত বিদ্যালয়ে পাঠান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম, জেলা পরিষদ সদস্য মো: রুহুল আমিন, শিক্ষা কমিটির সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো: মজিবুর রহমান খান।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সুজন রতন দে, শাকের আহম্মেদ খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর আবুল কালাম মো: মহি উদ্দিন।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি