
দুর্গাপুর (নেত্রকোনা), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘‘সময় এখন নারী-উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম জীবনধারা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সকাল ১১টায় জিও-এনজিও প্রতিনিধি ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এমপি ছবি বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন আল আজাদ, ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষকলীগ সম্পাদক স্বপন হাজং, প্যানেল মেয়র শীতল চন্দ্র সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে এখনো অনেক নারী তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নারীদের অধিকার রক্ষায় সরকারী-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি