![নাটোর জেলা পুলিশিং কমিটির সভাপতি আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/dead_abnews_129188.jpg)
লালপুর (নাটোর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, রাণী ভবানী সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নাটোর বার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রফেসর (অবঃ) এ কে এম নজরুল ইসলাম আমাদের মাঝে আর নেই।
তিনি আজ বৃহস্পতিবার সকালে নাটোরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
আজ বাদ জোহর নাটোরের কাচারী মাঠে তার জানাজার নামাজ শেষে তার মরদেহ নিয়ে আসা হয় তার জন্মস্থান নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ঘাট মোড়দহ গ্রামে। সেখানে বাদ আসর নজরুল নগর-ঘাট মোড়দহ মডেল কলেজ মাঠে জানাজার নামাজ শেষে তার দাফনকার্য সম্পন্ন হবে।
তার মৃত্যুতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সাধারই সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক ফজলুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর শাখার সভাপতি সালাহ্ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি