![দৌলতপুরে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/kushtia_abnews24 copy_129189.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রামে একটি হিন্দু পরিবারের জমি দখল করে নেবার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটি স্থানীয় দুর্বৃত্তদের হামলা হুমকি নির্যাতনে অতিষ্ট হয়ে এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ করেছে।
জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম পালপাড়া গ্রামের মৃত অনন্ত পালের ছেলে পল্লী চিকিৎসক অরবিন্দু পাল পৈত্রিক সূত্রে ঐ গ্রামে বসবাস করে আসছে।
সম্প্রতি একই গ্রামের মৃত জানবক্সের ছেলে সামনুর হক ও তার ৬/৭ জন সহযোগী অরবিন্দু পালের বাড়ি সংলগ্ন এক বিঘা পরিমাণ পুকুর বেড়া দিয়ে ঘিরে দখল করে নিয়েছে। এবং ঐ পুকুর থেকে জোর পুর্বক সামনুর ও তার ৬/৭ জন সহযোগী প্রায় ১৫/২০ হাজার টাকা মুল্যের মাছ ধরে নিয়ে গেছে।
এর আগে ঐ দুর্বৃত্তরা অরবিন্দু পালের মুরগীর ফার্ম থেকে জোর করে মুরগী লুট করে নিয়ে গেছে। এসময় বাধা দিতে গেলে অরবিন্দ পালকে হুমকি দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সম্প্রতি স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়রা বিষয়টি মিমাংশা করতে গেলে সামনুর ও তার সহযোগীরা তাদের তাড়া করে বলে অভিযোগে জানা গেছে।
এলাকাবাসী জানায়, সামনুর ও তার সহযোগীরা জামাতে ইসলামীর সক্রিয় কর্মি হিসাবে পরিচিত।
অরবিন্দু পাল জানান, ঐ দুর্বৃত্তরা বিভিন্ন সময় তার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে গালিগালাজ দেয়। এবং মেরে নিশ্চিন্থ করে দেবে বলে হুমকি দেয়।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি