শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবনধারা’ এ স্লোগান নিয়ে আখাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো. মুসলিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আকর খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা, শিক্ষিকা কাজী সাফিয়া খাতুন, মৌসুমী আক্তার প্রমুখ।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ র‌্যালি ও উন্নয়ন মেলার আয়োজন করে।

পরে অতিথিরা উপজেলা পরিষদ মাঠে নারী উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন।

এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত