![চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/attohotta_129193.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর), ০৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : চিরিরবন্দরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে ডলি রানী রায় (২৫) নামে এক কলেজ ছাত্রী আতœহত্যা করেছে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গোন্দলগ্রামের চৌরঙ্গীবাজার নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ডলি ওই গ্রামের গজেন্দ্র নাথ রায়ের মেয়ে এবং দিনাজপুর সরকারি কলেজের মাষ্টার্সের ছাত্রী।
ওইদিন বিকেলে বাড়ির সকলের অগোচরে ডলি তার নিজ শয়নকক্ষে ঘরের আড়ার সাথে গলায় পড়নের ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে।
ইউপি সদস্য কাশিনাথ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায় নি। রাতেই তার সৎকার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি