![চকরিয়ায় কিশোরের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/lash-uddhar-abn_129200.jpg)
চকরিয়া (কক্সবাজার), ০৮ মার্চ, এবিনিউজ : কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী এলাকার চিংড়িঘেরের ক্যানেল থেকে মো.ছাদেক (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত ছাদেক খুটাখালী ইউনিয়নের উত্তর মেধাকচ্ছপিয়া গ্রামের কবির আহমদের ছেলে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে ছাদেক মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। সে বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে। অনেক চিকিৎসা করেও সুস্থ হয়নি ছাদেক। পরে তার পিতা তাকে কয়েকদিন ধরে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে ছাড়া পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বহলতলী চিংড়িঘেরের ক্যানেলের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তার পিতাকে খবর দেয়। পিতা কবির আহমদ ছেলের লাশ সনাক্ত করেন। পরে থানা পুুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ছাদেক মানসিক ভারসাম্যহীন ছিল বলে তার বাবা দাবী করেছেন। পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি