শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কচুয়ার চলছে অবৈধ বালু উত্তোলন

কচুয়ার চলছে অবৈধ বালু উত্তোলন

কচুয়া (বাগেরহাট) , ০৮ মার্চ, এবিনিউজ : কচুয়ায় অবৈধ বালু উত্তোলন করে ধেড়–লিয়া সাইক্লোন সেল্টারের ভবনের মেঝে ভরাট করেছে প্রধান শিক্ষক।

জানা যায়, উপজেলার বাধাল ইউনিয়নের ধেড়–লিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি সাইক্লোন সেল্টার ভবনের নির্মান কাজ চলছে। উক্ত কাজের সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট থেকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকীব কবির হোসেন বালু ভরাটের কাজ চুক্তিতে নিয়ে বিদ্যালয় ভবেনের ৩০/৩৫ ফুট দুরের রাস্তার পাশের খাদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে সাইক্লোন সেল্টারের মেঝে ভরোটের কাজ করেছে।

বালু উত্তোলনের ফলে বিদ্যালয়ের পাশের রাস্তাটিতে ফাটল দেখা দিয়েছে। যার ফলে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে।

এই ব্যাপারে এলাকাবাসীর পক্ষে সেলিম দিহিদার ও জিয়াউল শেখ বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ২০ ও ২৫ ফেবব্রুয়ারী উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছে।

এবিএন/ শুভংকর দাস বাচ্চু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত