বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

লালমনিরহাটে বাল্য বিয়ের বরসহ আটক ৬

লালমনিরহাটে বাল্য বিয়ের বরসহ আটক ৬

লালমনিরহাট, ০৮ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে বাল্য বিয়ে নিকাহ রেজিস্টার করার সময় বরসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার মোগলহাট ইউপি নিকাহ রেজিস্টার কাজি ওমর আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই নিকাহ রেজিস্টারসহ ৭ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছে সদর থানা পুলিশের উপ পরিদর্শক সেলিম রেজা।

আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের নুর জামালের ছেলে বর আনোয়ার হোসেন (২৮), একই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রীর সোনিয়া বেগম (২৪), আনু মিয়ার স্ত্রী মোমিনা খাতুন (২৬), আলম মিয়ার স্ত্রী মর্জিনা খাতুন (২৬), নুর আমিনের ছেলে আলম মিয়া (৩১) ও আবুল কাশেমের ছেলে আব্দুল কুদ্দুস (২৮)।

লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, সদর উপজেলার ফুলগাছ গ্রামের আলতাব হোসেনের মেয়ে আদুরী খাতুনের (১৪) সাথে বিবাহের আলোচনা চুড়ান্ত হয় নুর জামালের ছেলে আনোয়ার হোসেনের। কিন্তু কনের বয়স পুর্ন না হওয়ায় কণের বাড়িতে ছোট পরিসরে আপ্যায়নের আয়োজন চলে। বিয়ের মুল আনুষ্ঠানিকতার জন্য নিজ বাড়ি প্রস্তু করেন মোগলহাট ইউনিয়নের নিকাহ রেজিস্টার কাজি ওমর আলী।

তার কথা মত কনে পক্ষের লোকজন কাজি বাড়িতে উপস্থিত হলে গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলা ইউএনও জয়শ্রী রানী রায় ঘটনাস্থলে পুলিশ পাঠান। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে কাজিসহ কনে পক্ষের লোকজন বাড়ি থেকে সটকে পড়েন। এরপর বর পক্ষ সাজ গোজ নিয়ে কাজি বাড়িতে উপস্থিত হলে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় বাল্য বিয়ে নিরোধ আইনে বাল্যবিয়ে প্রস্তুতির দায়ে নিকাহ রেজিস্টার ওমর আলী ও বর পক্ষের আটক ৬ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

লালমরিরহাট সদর উপজেলার ইউএনও জয়শ্রী রানী রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত