বদলগাছী (নওগাঁ), ০৮ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে গাছে গাছে আমের মুকুলে ভরপুর নজরকাড়া দেখার মত। চলতি বছর এ অঞ্চলে পুষ্টিকর এ ফলটির বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্তমান অবস্থা দৃশ্যে উৎপাদক ও কর্মকর্তারা মওসুমী ফলটির বাম্পার ফলনে বেশ আশাবাদি।
এ অবস্থায় অকালে মুকুল ঝরা ও অপরিপক্ক ফল পড়া নিবারনে যথাযথ টেকসই পরিচর্যার ব্যবস্থা নেওয়া দরকার। বাগান মালিক ও ব্যবসায়ী প্রায়ই এ সমস্যার শিকার হন। বর্তমান জলবায়ু পরিস্থিতি আমের মুকুল ফুটে ওঠার জন্য উপযোগী। ইতি মধ্যে অসংখ্য গাছের মুকুলিত রূপ নজর কাড়ছে। এরই মধ্যে ৯০ থেকে ৯৫ ভাগ গাছে মুকুল দেখা যাচ্ছে।
বাগান মালিক ও ব্যবসায়ীরা মনে করেন, অকালে মুকুল ও অপরিপক্ক আম ঝরা একটি মারাত্মক সমস্যা।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন, প্রযুক্তিগত ও সঠিক কৌশল অবলম্বন করলে উক্ত সমস্যাগুলো কাটিয়ে উঠা সম্ভব এবং ভাল ফলন আশা করা যায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নওগাঁ জেলা উপ পরিচালক মনোরঞ্জন কুমার মলি¬ক বলেন, কৃষকের যথাযথ পরিচর্যা ও প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিটি এলাকায় সুধু আমই নয় সব ধরনের ফসল চাষে সাফল্য এনে দেবে। ফলে দেশের সার্বিক অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি