শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ধর্মপাশায় কৃষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধর্মপাশায় কৃষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধর্মপাশায় কৃষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধর্মপাশা (সুনামগঞ্জ), ০৮ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার তাল উপ-প্রকল্পের ধারাম হাওরের রাজাপুর গ্রামের লালবাড়ী হাটি হইতে ঘোড়ার চক্কর হয়ে হুগুলিয়াঘাট পর্যন্ত নতুন বাঁধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অত্র এলাকার সকল কৃষকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করে।

ধর্মপাশা বাজারের উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে দুই সারিবদ্ধ প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে এলাকার প্রায় ১ হাজার কৃষক অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোশাহিদ তালুকদার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, সম্পাদক মো.ইসহাক মিয়া, ঘুলুয়া গ্রামের কৃষক মো. ইউনুছ আলী, কান্দাপাড়া গ্রামের কৃষক শাহ কামাল, জয়শ্রী গ্রামের কৃষক নিতাই তালুকদার, বিকাশ চন্দ্র সরকার, চাঁনপুর গ্রামের কৃষক বাবুল মিয়া, দূর্গাপুর গ্রামের কৃষক শাহ পরাণ, দৌলত পুর গ্রামের কৃষক ছোটন মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার তাল উপ-প্রকল্পের ধারাম হাওরের রাজাপুর গ্রামের লালবাড়ী হাটি হইতে ঘোড়ার চক্কর হয়ে হুগুলিয়াঘাট পর্যন্ত বাঁধটি একটি ফাড়িঁ বাঁধ।

উক্ত বাঁধটি প্রতি বছরেই ভেঙ্গে গিয়ে সুখাইড় রাজাপুর দক্ষিন,জয়শ্রী,ধর্মপাশা সদর,বাদশাগঞ্জ ও পাইকুরাটি ইউনিয়নের প্রায় ২৫/৩০টি হাওরের বছরের একমাত্র বোরো ধান পানিতে তলিয়ে যায়। তাই ধারাম হাওরের রাজাপুর গ্রামের লালবাড়ী হাটি হইতে ঘোড়ার চক্কর হয়ে হুগুলিয়াঘাট পর্যন্ত নতুন বাঁধ নির্মাণের জন্য ধর্মপাশা উপজেলা প্রশাসনের মাধ্যেমে সরকারের কাছে দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন কৃষকরা।

এবিএন/ইমাম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত