ধর্মপাশা (সুনামগঞ্জ), ০৮ মার্চ, এবিনিউজ : “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মপাশায় নানা কর্মসূচির মধ্য আন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আজ সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়। পরে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও যুগে যুগে আমাদের দেশে নারীরা বঞ্চনার শিকার হয়েছেন।
নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখলেও নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাক্সিক্ষত অগ্রগতি হয়নি। পারিবারিক ও সামাজিক মূল্যবোধে ব্যাপক পরিবর্তন না এলে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে অনিশ্চয়তা থেকেই যাবে।
সভায় অন্যান্নদের মধ্যে বক্তব্য দেন- প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সাবিকুর নাহার শিল্পি।
আরো বক্তব্য দেন- উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরাজী, কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ, ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু, মো. ইমাম হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. আবাদুল বারী প্রমুখ।
এবিএন/ইমাম হোসেন/জসিম/এমসি