রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবা‌নে বালাঘাটায় ৯টি দোকান আগু‌নে পু‌ড়ে ছাই

বান্দরবা‌নে বালাঘাটায় ৯টি দোকান আগু‌নে পু‌ড়ে ছাই

বান্দরবা‌নে বালাঘাটায় ৯টি দোকান আগু‌নে পু‌ড়ে ছাই

বান্দরবান, ০৮ মার্চ, এবিনিউজ : বান্দরবানের উপশহর বালাঘাটা বাজারে আগুন লেগে ৩টি ফার্ণিচারের দোকানসহ মোট ৯টি দোকান পুড়ে ছাই হ‌য়ে‌গে‌ছে। গতকাল বুধবার দিবাগত রা‌তে বান্দরবা‌নের উপশহর বালাঘাটা বাজারে এআগু‌নের ঘটনা ঘ‌টে।

স্থানীয় সূ‌ত্র জানা‌য়, বাজারের একটি ফার্ণিচারের দোকান থেকে রাত আনুমা‌নিক আড়াইটার দিকে আগুন লাগে। পরে পাশে থাকা ২টি ফার্ণিচারের দোকান ও আরও ৫টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানগুলো আগুনে পুড়ে যায়।

আগুন লাগার পরপরই বাজারের নৈশ প্রহরী হোসাইন আহম্মদ ও বান্দরবন সদর থানার ডিউটি পুলিশ এসআই অজয় পুলিশ ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে যাওয়া দোকা‌নের মালিক মো. ফরিদ অভিযোগ করেন, আগুন লাগার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিস এসেছে। এছাড়া বিদ্যুৎ সংযোগও বন্ধ করেছে অনেক দেরিতে। এ জন্যই ক্ষতির পরিমাণ বেড়েছে। তিনি বলেন, আমার ব্যবসার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে ফার্ণিচারের দোকানের ভেতরে থাকা কোনো চুলা বা সিগারেটের আগুন লাগতে পারে। প্রাথমিকভাবে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

আগুন নিয়ন্ত্রণ আনতে দেরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আশেপাশে পানি না থাকায় বাজারের কাছে পুলিশ লাইনের একটি পুকুর থেকে পানি আনতে হয়েছে। এ জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।

এবিএন/মোহাম্মদ আব্দুর র‌হিম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত