রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo

চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চিলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চিলমারী (কুড়িগ্রাম), ০৮ মার্চ, এবিনিউজ : “সময় এখন নারীর; উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চিলমারীতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মর্জিনা বেগম জেলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন, ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার মোছাঃ সাবিহা বিনতে আনোয়ার, আরডিআরএস বাংলাদেশের ফারজানা ফৌজিয়া প্রমুখ।

এ দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে দিনব্যাপি নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গালর্স প্রজেক্টের সহযোগিতায় চিলমারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের সাইকেল চালানোর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত