![কাউখালীতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/rally_abnews_129221.jpg)
কাউখালী (পিরোজপুর), ০৮ মার্চ, এবিনিউজ : “সময় এখন নারীর: উন্নয়নে তারা- বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবন ধারা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পিরোজপুরে কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
আজ বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন্ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা পরিষদের নারী সদস্য শাহজাদী রেবেকা চৈতী, উপজেলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাহামুদ খান খোকন, সামসুদ্দোহার চান, মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিদা হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি