![সিরাজগঞ্জে বিএনপির কর্মসূচী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/sirajgoang_abnews24_129244.jpg)
সিরাজগঞ্জ, ০৮ মার্চ, এবিনিউজ : খালেদা জিয়ার মুক্তির দাবীতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে স্থানীয় ভাসানী মিলনায়তন চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি। এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চেšধুরী, হারুন অর রশিদ খান হাসান, রকিবুল হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, সাব্বির হোসেন ভুইয়া সাফী, মির্জা আব্দুল জব্বার বাবু ও আনোয়ার হোসেন রাজেশ প্রমূখ।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/রাজ্জাক