![উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/ulipur-womens-day_129245.jpg)
উলিপুর(কুড়িগ্রাম) , ০৮ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাইকেল র্যালী, কিশোরীদের সাইকেল রেস ও নারীদের বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী,আরডিআএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা কো-অডিনেটর আরিফ-উজ-জামান, ফিল্ড ফ্যাসিলিটেটর জুলিয়া খানম জ্যোতি, এমজেএসকেএস নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ মোকাবেলা প্রকল্পের কো-অডিনেটর মোঃ লুৎফর রহমান প্রমূখ।
এর আগে আরডিআরএস বাংলাদেশ, এমজেএসকেএস, নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ নারী, মিনি গ্রাম মহিলা উন্নয়ন সমিতি, গুনাইগাছ আরশী নগর নারী উন্নয়ন সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণিপেশার নারীদের নিয়ে একটি সাইকেল র্যালী শহর প্রদক্ষিন করে।
এবিএন/আব্দুল মালেক/জসিম/নির্ঝর