![রামপালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/rampal-pic-(1)_129249.jpg)
রামপাল (বাগেরহাট), ০৮ মার্চ, এবিনিউজ : ”সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহর,কর্মজীবন ধারা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে এক র্যালি বের করা হয় এবং র্যালি শেষে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মুশফিকুল আলম হালিম’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল-মোংলা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা প্রকেীশলী মোঃ গোলজার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান ও মোঃ মোস্তফা কামাল পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, যুব নেতা সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ২০১৬-১৭ অর্থ বছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কতৃক উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকুলে ১লক্ষ ৫০হাজার টাকার চেক তুলে দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভশীলতায় বিশ্বাসী। গ্রাম্য জনপদের নারীদের ভাগ্যোন্নয়নে সারা দেশে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার জন্য সচেতন করার পাশাপাশি নারী বিকাশ কেন্দ্র গঠনের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান নারী বান্ধব সরকার নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য নারীদের বিনা বেতনেই শুধ লেখাপড়া করার সুযোগ তেরী করে দেয়নি, পাশপাশি চাকুরী ক্ষেত্রে তাদের জন্য কোটা ব্যবস্থা অব্যাহত রেখেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তার সরকার ক্ষমতায় থাকলে নারীদের এই অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে রুম্মান।
এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/এজেএ