শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে রেজুলেশন ছিঁড়লেন মহিলা ভাইস চেয়ারম্যান!

সিরাজগঞ্জে রেজুলেশন ছিঁড়লেন মহিলা ভাইস চেয়ারম্যান!

সিরাজগঞ্জে রেজুলেশন ছিঁড়লেন মহিলা ভাইস চেয়ারম্যান!

সিরাজগঞ্জ, ০৮ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পূর্ব নির্ধারিত মাসিক সমন্বয় সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী ইয়াছমিন রেজুলেশন কপি ছিঁড়ে মুচড়ে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে। রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আয়নুল হকের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে মাসিক সমন্বয় সভা শুরু হয়। সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও সরকারি প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন উপলক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শিউলী ইয়াছমিন উপজেলায় একটি গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু তার প্রস্তাব রেজুলেশনের লিপিবদ্ধ না করায় রেজুলেশন কপি ছিঁড়ে মুচড়ে সভাকক্ষে ছুড়ে ফেলে দেন।

এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী ইয়াছমিন জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে যতগুলো মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রায় প্রতিটি সমন্বয় সভায় অংশগ্রহণ করেছি এবং সভায় আমার উপজেলার বিভিন্ন এলাকার জনগুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের প্রস্তাব করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য অদ্যাবধি আমার একটি প্রকল্পও রেজুলেশনভূক্ত করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন /জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত