![স্বাস্থ্য মন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তিতে কোটচাঁদপুরে আনন্দ শোভাযাত্রা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/kotchandpur-pic-08-03-18_129257.jpg)
কোটচাঁদপুর (ঝিনাইদহ), ০৮ মার্চ, এবিনিউজ : স্বাস্থ্য মন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য সেমিনার কক্ষে এ সভা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খোকন, মুক্তিযোদ্ধা ও আওয়ালীগ নেতা কায়দার রহমান, আওয়ামীলীগ নেতা কাজী আলমগীর, দোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাবিল উদ্দীন বিশ্বাস, বলুহরের আব্দুল মতিন, কুশনার আব্দুল হান্নান। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকিব, ডাঃ ফারহানা শারমিন,ডাঃ শামীম রেজা।
এর আগে হাসপাতাল চত্বর থেকে একটি বণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করেন। পরে সংসদ সদস্য স্বাস্থ্য কমখেপ্লেক্সের ইন্টারকম সার্ভিসের শুভ উদ্ভোধন করেন। তিনি বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের এ অর্জনকে ধরে রাখতে হবে। আর তাঁর জন্য প্রয়োজন সবার সহযোগিতা। পরে সংসদ সদস্য উপজেলার নারী দিবসের র্যালীতে অংশ গ্রহন করেন।
এবিএন/সুব্রত সরকার/জসিম/এজেএ