সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালন

বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালন

বান্দরবান, ০৮ মার্চ, এবিনিউজ : ‘সময় এখন নারীর , উন্নয়নে তারা , বদলে যাবে গ্রাম শহরের কর্ম জীবনধারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে গিয়ে শেষ হয় ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আসলাম হোসেন ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সহ আরো অনেকে । অনুষ্ঠানে অতিথিরা বলেন নারীরা বর্তমানে আর পিছিয়ে নেই। সময়ের সাথে সাথে নারীরা এখন সকল উন্নয়নের অংশিদার। সমাজের সকল কাজে এখন নারীদের ভূমিকা অপরিসীম। নারীদের নানা মুখি প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে গড়ে তুললে নারীরাও একদিন বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারবে । কারণ বর্তমান সমাজের দিকে চোখ তুলে তাকালে দেখা যায় যে যে নারী পুরুষ যেন সমান ভাবে কাজ করে যাচ্ছে কোন ভেদাভেদ কর্মস্থানে , কিন্তু অনেক সময় তবুও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় । আর তার জন্য নানা রকম আইন ও মহিলা সংগঠন তৈরী হয়েছে , যেসব প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে নারীদের উন্নয়নে । তাই বলতে গেলে নারীদের সম্মান করে যদি ভাল কোন দক্ষতা তৈরী করা যায় তাহলে বাংলাদেশ খুব দ্রুত ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হবে ।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/জসিম/এজেএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত