বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাউফলে পৃথক সাংবাদিক সম্মেলন

বাউফলে পৃথক সাংবাদিক সম্মেলন

বাউফল (পটুয়াখালী), ০৮ মার্চ, এবিনিউজ : জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপিকে ধারালো রামদা দিয়ে হত্যার প্রচেষ্টার প্রতিবাদ এবং পৌর আওয়ামী লীগ অফিসে ঢুকে বঙ্গবন্ধুর ভাষণ চলাকালীন অবস্থায় মাইক, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছবি, টেবিল-চেয়ার ভাংচুর এ ও কেয়ারটেকারকে মারধর করার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগ ও অপরদিকে মেয়র গ্রুপের পক্ষে পৌর আওয়ামী লীগ পৃথক সাংবাদিক সম্মেলন করেছেন।

বাউফল উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি এর বাসভবনে গত বুধবার রাতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে চীফ হুইপ আসম ফিরোজ জানান, বিকাল সারে তিন ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক শিক্ষা কমিটির সভা চলছিল। এমন সময় আবুল বসার রনি (৩০) নামের এক যুবক সভা কক্ষের ভিতরে প্রবেশ করে আমাকে খুঁজতে থাকে। আচরণে সন্দেহ হলে আমার গান ম্যান মহসিন হোসেন তাকে ধরে বাহিরে নিয়ে যান।

পরে জানতে পারি তার সাথে একটি ধারালো অস্ত্র, কিছু গাঁজা, একটি মোবাইল ও বেশ কিছু টাকা ছিল। তাকে হত্যার করার জন্য প্রতিপক্ষ পরিকল্পনা করেছিল। এর পূর্বে ষড়যন্ত্রকারীরা আমার ছেলে রায়হান সাকিবকে ও প্রকাশ্যে পিস্তল দিয়ে হত্যার চেষ্টা করেছিল। এরা করা তাদের ব্যাপারে পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করেতেছে। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়।

অপরদিকে, আজ বৃহস্পতিবার সকালে কুন্ডপট্টিস্থ পৌর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য এসএম ইউসুফ লিখিত বক্তব্যে জানান, বুধবার বিকালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগী ৩০/৩৫ জন সন্ত্রাসী পৌর আওয়ামী লীগ অফিসে ঢুকে বঙ্গবন্ধুর ভাষণ চলাকালীন অবস্থায় মাইক, প্রধানমন্ত্রী ছবি, টেবিল চেয়ার ভেঙ্গে ও ছিড়ে রাস্তায় ফেলে দেয়।

এসময় বাঁধা দিলে সন্ত্রাসীরা কেয়ার টেকার শাহআলমকে মারধর করে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজী ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ও কাউন্সিলর বাবুল হোসেন খান।

কৃষকলীগ নেতা ইউসুফ বলেন, ধৃত রনি কাদের সাথে চলে, তার আগের রাতে কাদের সাথে চলাফেরা করেছে পুলিশ সঠিক ভাবে তদন্ত করলে সঠিক তথ্য বের হয়ে আসবে। রনি তাদের লোক নয়।

এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত