শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বড়াইগ্রামে বিদেশী পিস্তলসহ আটক ৩

বড়াইগ্রামে বিদেশী পিস্তলসহ আটক ৩

বড়াইগ্রাম (নাটোর), ০৮ মার্চ, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রামে ঢাকাগামী বাসে তল্লাসী করে একটি বিদেশী পিস্তলসহ বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম থানার মোড় এলাকা থেকে তাদের আটক করে বড়াইগ্রাম থানা পুলিশ।

আটককৃতরা হলেন- বাসের চালক ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বীরাহিমপুর গ্রামের বদরুদ্দিন মন্ডলের ছেলে জামিরুল মন্ডল (৩২), একই এলাকার হেলপার আব্দুল মোল্লার ছেলে সোহেল রানা (২৭) ও সুপারভাইজার বড়াইগ্রামের মশিন্দা গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে নিপ্পন আলী (৩৮)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ থেকে ঢাকাগামী আরকে পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে চালক আসের নিচ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্র চোরাচালানির সাথে জড়িত সন্দেহে চালক জামিরুল, সুপারভাইজার নিপ্পন ও হেলপার সোহেল রানাকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের নামে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, গাড়ীর চালক আটক হওয়ার পর যাত্রীরা বিপাকে পড়ে। পরে স্থানীয় অন্যান্য বাস কাউন্টারে গিয়ে নতুন করে টিকেট নিয়ে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা হন।

এবিএন/আশরাফুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত