সিরাজগঞ্জ, ০৮ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নারী উন্নয়ণ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহরের মুজিব সড়কস্থ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও নারী উন্নয়ণ মেলার শুভ উদ্বোধনী বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লত মুন্না।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনা নারীদের জীবন মান উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। নারীদের উন্নয়নের ধারা বাহিকতায় রক্ষায় আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধিনতা বিরোধি শক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে হবে।
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান।
আরো বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মুক্তি, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. তারিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান প্রমুখ।
এবিএন/এস এম তফিজ উদ্দিন/জসিম/এমসি