![রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/untitled-1_129283.jpg)
রাজবাড়ী, ০৮ মার্চ, এবিনিউজ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের আম্রকান চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে অফিসার্স ক্লাবে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তর রারাজবাড়ীর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শওকত আলী র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, নবাগত পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি (বিপিএম সেবা) , সিভিল সার্জন মোঃ রহিম বক্স, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফরা ফেরদৌস প্রমুখ।
এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক