![বাউফলে চীফ হুইপকে হত্যা চেস্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/baufal-map_129284.jpg)
বাউফল (পটুয়াখালী), ০৮ মার্চ, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি কে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
আজ ব্হৃস্পতিবার বিকেলে থানার সম্মুখে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এক মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইলিশ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,মহিলা কলেজের অধ্যক্ষ মমতাজ বেগম, শিক্ষক সমিতির সভাপতি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানসহ প্রমুখ।
সভায় বক্তারা চীফ হুইপ এর হত্যা চেষ্টায় ধৃত রনিসহ ইন্দন দাতাদাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি