![হোসেনপুরে পার্চিং উৎসব পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/sova_abnews_129285.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৮ মার্চ, এবিনিউজ : হোসেনপুরে পাচিং উৎসব পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগদল ব্লকে পাচিং উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
পার্চিং উৎসব উদ্বোধন করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস।
এ সময় উপস্থিত ছিলেন- এসএপিপিও মো. আজহারুল ইসলাম, এসএএও মো. জাহাঙ্গীর আলম, কৃষক আঃ রাশিদ, কিরণ মিয়া,খোকন মিয়াসহ কৃষকরা।
উপজেলা কৃষি অফিস জানায়, ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবছর বোরো আবাদে প্রতি কৃষক উৎসাহিত হয়েছে। এ বছর হোসেনপুর উপজেলায় বোরো আবাদ লক্ষ্য ছাড়িয়ে গেছে। বোরো লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৬শ ৩০ হেক্টর। অর্জন হয়েছে ৭ হাজার ৭শ’ ৫০ হেক্টর জমি। মাঠের অবস্থা ভাল থাকায় এবার সর্বোচ্চ ফলন পাওয়া যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস বলেন, পোকা-মাকড় ও রোগবালই দমনে কৃষি বিভাগ তৎপর আছে। কৃষকদের মাঝে সচেতনতা ও উৎসবমুখর পরিবেশে পার্চিং করানোর বিষয়ে প্রতিটি ব্লকে পার্চিং উৎসব পালন করা হচ্ছে।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি