![হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/rally_abnews_129286.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৮ মার্চ, এবিনিউজ : হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করে যৌথভাবে উপ জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা’ এই প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা সারোয়ার, অধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন খান, উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি