![হোসেনপুরে জনস্বাস্থ্য উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/sova_abnews_129288.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৮ মার্চ, এবিনিউজ : হোসেনপুরে স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নত স্বাস্থ্যাভ্যাস চর্চার মাধ্যমের জনস্বাস্থের উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়ে) আওতায় এই সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন- জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিবার্হী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পদক শাহ মাহবুবুল হক।
আরো বক্তদব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মোঃ আতিকুল ইসলাম, সোশাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আখতার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম প্রমুখ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি