![বোয়ালখালীতে নারী উন্নয়ন মেলা সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/mela_abnews_129289.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ০৮ মার্চ, এবিনিউজ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বোয়ালখালী মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী উদ্যোক্তাদের নিয়ে উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি কুঠির শিল্প ও হস্তশিল্প সামগ্রী নিয়ে ৮টি স্টল অংশ নেয়।
এ মেলার উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) ফোরকান এলাহী অনুপম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম. জিন্নাত সুলতানা, ভিজিডি ফিল্ড অফিসার মুহাম্মদ মহিউদ্দিন, এনজিও সংস্থা প্রত্যাশীর ভিজিডি’র সমন্বয়কারী সুবর্ণা সেলিম।
এবিএন/রাজু/জসিম/এমসি