![সেনবাগে ফের তৃতীয় শ্রেনীর ছাত্রী ধর্ষণ, ধর্ষক নুর হোসেন গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/children.._129291.jpg)
সেনবাগ (নোয়াখালী), ০৮ মার্চ, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগের আলোচিত গার্মেন্টস কর্মীকে জিম্মি করে ধর্ষণের ঘটনা রেশ কাটতে না কাটতে আবারো ধর্ষণের শিকার হলো তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। ঘটনাটি বুধবার দুপুরে স্কুলে যাওয়ার পথে উপজেলা ছাতারপাইয়া ইউপির ঠনারপাড় ফরায়েজি বাড়ীতে ঘটে। লেমুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী ও ওই এলাকার প্রবাসী গোলাম রহমান রিপনের মেয়ে। এ ঘটনায় ধর্ষক লম্পট অটোচালক নুর হোসেন (২২) কে পুলিশ গ্রেফতার করেছে।
থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার সকালে ভিকটিম বাড়ী থেকে স্কুলে আসার পথে একই এলাকার ছালা উদ্দিনের পুত্র আটোচালক নুর হোসেন (২২)তাকে ফুসলিয়ে তার বাড়ীতে নিয়ে ধর্ষন করে। এসময় ভিকটিম আর্তচিৎকার শুরু করলে তাকে লম্পট ছেড়ে দেয়। পরে সে দৌড়ে বাড়ীতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। তার মা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমানকে অবগত করলে তিনি স্থানীয় গ্রাম পুলিশ মো হানিফ দ্রুত ঘটনা স্থলে প্রেরণ করেন। সে উপস্থিত হয়ে স্থানীয়দের সহয়তায় ধর্ষককে ঘেরাও করে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। ভিটটিম কে উদ্বার করে হাসপাতালে প্রেরণ করে।
সেনবাগ থানার ওসি মো হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষক নুর হোসেনকে গ্রেফতার করে। এ ব্যাপারে ভিকটিমের মা হালিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৬ । ধর্ষক নুর হোসেন কে বৃহষ্পতিবার দুপুুুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/ফিরোজ আলম ভূঞা রিগান/জসিম/এজেএ