বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিএমডব্লিউ এক্স-থ্রি এখন বাংলাদেশের বাজারে

বিএমডব্লিউ এক্স-থ্রি এখন বাংলাদেশের বাজারে

ঢাকা, ০৮ মার্চ, এবিনিউজ : বাংলাদেশের বাজারে বিএমডব্লিউ এর নতুন মডেল বিএমডব্লিউ এক্স-থ্রি এর উদ্বোধন করেছে বিএমডব্লিউ’র বাংলাদেশের একমাত্র আমদানিকারক এক্সিকিউটিভ মটরস লিমিটেড। তেজগাঁও এক্সিকিউটিভ মটরসের শোরুমে আজ বৃহস্পতিবার দুপুরে এই নতুন মডেলটির উদ্বোধন করেন এক্সিকিউটিভ মটরসের অপারেশন্স ডিরেক্টর দেওয়ান মুহাম্মদ সাজিদ আফজাল এবং প্রতিষ্ঠানটির আফটার সেলস্ ডিরেক্টর মো. বজলুল করিম। এসময় এক্সিকিউটিভ মটরসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

নতুন বিএমডব্লি’র এক্স-থ্রি মডেলে রয়েছে চমকপ্রদ ও নতুনত্বের প্রকাশ। পূর্বের মডেলগুলোর মতো এ মডেলেও রয়েছে ডায়নামিক ও দৃষ্টিনন্দন ডিজাইন। নতুন বিএমডব্লিউ এক্স-থ্রি - এর অভ্যন্তরে বিএমডব্লিউর অভিজাত্যের ধরণ অনুযায়ী চালকের শারীরিক গঠন ও গাড়ি চালনাকালে বিবিধ সুবিধার বিষয়টি খেয়াল রেখে ডিজাইন করা হয়েছে যা একই সঙ্গে গাড়িটির বাহ্যিক গঠনেকেও করেছে দৃষ্টিনন্দন। নতুন মডেলটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর কিছু চমৎকার কমফোর্ট-এনহ্যান্সিং ইকুইপমেন্ট, যা গাড়ি চড়ার ও চালানোর অভিজ্ঞতাকে করবে আরও আরামদায়ক। নতুন বিএমডব্লিউ ৭ সিরিজ ও ৫ সিরিজে মত নতুন বিএমডব্লিউ এক্স-থ্রিতেও রয়েছে বিএমডব্লিউ ডিসপ্লে কি। এই ডিসপ্লে-কি দিয়ে গাড়ি লক ও আনলক করা যাবে। এছাড়াও বিএমডব্লিউ ডিসপ্লে কি’তে রয়েছে অভিনব নানা ফিচার।

বিএমডব্লিউ এক্স-থ্রি দু’টি মডেলে পাওয়া যাবে- এক্স-থ্রি এক্স ড্রাইভ৩০আই, যা ফোর হুইল ড্রাইভ এবং এক্স-থ্রি এসড্রাইভ২০আই যা রেয়ার হুইল ড্রাইভ। প্রতিটি বিএমডব্লিউ এক্স-থ্রি গাড়িতে ক্রেতা পাচ্ছেন ৫ বছরের ফ্রি সার্ভিস, পার্টস, মেইন্টেনেন্স এবং রিপেয়ার সুবিধা।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত