শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সেনবাগে আওয়ামীলীগ নেতাকে সাজানো মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সেনবাগে আওয়ামীলীগ নেতাকে সাজানো মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সেনবাগে আওয়ামীলীগ নেতাকে সাজানো মিথ্যা মামলায় হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

সেনবাগ (নোয়াখালী), ০৮ মার্চ, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগ উপজেলা ২নং কেশারপাড় ইউপির ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রায়হান মজুমদার কে সাজানো মিথ্যা মামলায় আসামী করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করছে এলাবাসী। বৃহষ্পাতিবার সকালে স্থানীয় নিজাম উদ্দিন, নেতা হাছান, উসুপ আলী লিটন, জাহাঙ্গীর আলমের নেতৃত্বে উপজেলা কেশারপাড় ইউপির খাজুরিয়া বাজারে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় এলাকার নানা শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

প্রসঙ্গত, সেনবাগ উপজেলার কেশারপাড় ইউপির কালারাইতার ছালে আহাম্মদ (শ্বশুর)বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি মামলার ভিকটিম মাহমুদা আক্তার (নিজ মেয়ে) কে খুন ও গুমের মিথ্যা মামলায় জামাইকে ফাঁসাতে রায়হান সহ ৬জন কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নোয়াখালী বিচারক জেবুন্নাহার আয়শা এর আদালতে মামলা দায়ের করেন। মামলার আইও সেনবাগ থানার এস আই বেলায়েত হোসেন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলা দায়েরের ১১ দিনের মাথায় মিথ্যা ও সাজানো মামলার ভিকটিম মাহমুদা আক্তার (২৮) কে উদ্বার করে। এরপর থেকে মামলার বাদী পলাতক।

সেনবাগ থানার ওসি মো হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিথ্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৭ ধারায় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা রিগান/জসিম/এজেএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত