![প্রবীন সাংবাদিক হাফেজ সিদ্দিক আর নেই](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/hafez-siddique-pic_129299.jpg)
হবিগঞ্জ, ০৮ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীন সাংবাদিক হাফেজ সিদ্দিক (৮৫) আর নেই। আজ ভোর ৪ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বার্ধ্যকজনিত কারনে ইন্ত্কোল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
তিনি দৈনিক আজাদ, বাংলার বাণী, আজকের কাগজসহ বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় কাজ করেন। তিনি বানিয়াচং আওয়ামীলীগের একজন অভিভাবক ছিলেন। এছাড়া মানবাধিকার কমিশনের সাবেক সভাপতিসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আজ দুপুরে স্থানীয় ঈদগাহে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/এজেএ