শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুর কামরাবতে ভলিবল খেলা অনুষ্ঠিত

শিবপুর কামরাবতে ভলিবল খেলা অনুষ্ঠিত

শিবপুর (নরসিংদী), ০৮ মার্চ, এবিনিউজ : শিবপুর উপজেলার কামরাব উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় কামরাব শান্তিময় যুব সংঘের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আলমগীর কবির। খেলার উদ্বোধন করেন জয়নগর ইউপি চেয়ারম্যান মো. নাদিম সরকার।

শান্তিময় যুব সংঘের সভাপতি মো: গোলাপ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন ভূঁইয়া, উপজেলা যুব সংহতির সভাপতি শামীম হাসান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জয়নগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সৈয়দ বেনুজীর আহমেদ, শান্তিময় যুব সংঘের সাধারণ সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর আলম, মো. আজিম ভূঁইয়া প্রমুখ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পলাশ উপজেলা ৮৫ পয়েন্ট ও মনোহরদী উপজেলার গন্ডারদিয়া ১০৫ পয়েন্ট করে বিজয়ী হয়।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত